About Us

Founder

Sultan Ahammed Mollah

আলহাজ্ব সুলতান আহাম্মদ মোল্লা

প্রতিষ্ঠাতা

সুলতান মোল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়

ঢাকা মহানগরীর মিরপুর-১২ নম্বর এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজ সেবক হিসেবে আলহাজ্ব সুলতান আহাম্মদ মোল্লা সাহেবের নাম সুপরিচিত। তাঁর শিক্ষানুরাগী মনোভাব অত্র এলাকার মানুষকে শিক্ষার আলোয় প্রজ্জলিত করেছে। তিনি স্বীয় কৃতি ও সৃষ্টির মাধ্যমে এলাকায় চির স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন। আলহাজ্ব সুলতান আহাম্মদ মোল্লা সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত “সুলতান মোল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় তার স্মৃতি চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে, যা তাঁকে অমরত্ব দান করেছে।

জন্ম ও পরিচিতি: আলহাজ্ব সুলতান আহাম্মদ মোল্লা বিংশ শতাব্দির তিনের দশকের প্রথম দিকে ঢাকা মহানগরীর পল্লবী, মিরপুর-১২ নম্বর সেকশনে অবস্থিত আলুদ্বী গ্রামে ঐতিহ্যপূর্ণ মোল্লা পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম-হাজী সুজাত আলী মোল্লা, যিনি অত্র এলাকার একজন জোতদার ছিলেন। এলাকায় তাদের নিয়ে অনেক গল্প রয়েছে। মাতার নাম-বিবি হাওয়া, যিনি অত্যন্ত দানশীলা ছিলেন। পাঁচ ভাই ও দশ বোনের মধ্যে তিনি ছিলেন ৩য় এবং ভাইদের মধ্যে ১ম। পিতা-মাতার প্রথম পুত্র সন্তান হিসেবে তাঁর জন্ম হওয়ার আনন্দে মুখরিত হয়েছিল মোল্লা পরিবার, প্রতিধ্বনিত হয়েছিল আযানের ধ্বনি।

বাল্যকাল ও শিক্ষা : পরিবারে প্রথম পুত্র সন্তান হিসেবে অত্যন্ত আদর যত্নের সাথে লালিত পালিত হন। শিশুকাল হতেই তিনি অত্যন্ত সাহসী ও বিচক্ষণতার মধ্য দিয়ে বড় হন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। মিরপুরে অবস্থিত সিদ্ধান্ত হাই স্কুল হতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করে কর্ম জীবন শুরু করেন। কর্ম জীবন: কর্ম জীবনে তিনি একজন ব্যবসায়ী ও শিল্পপতি ছিলেন। সততার মধ্য দিয়ে মানুষের সাথে ব্যবসা পরিচালনা করে সফলতা ও উন্নতি লাভ করেন। তিনি অত্যন্ত সাহসী ব্যক্তি ছিলেন। মৎস্য, কুমির, হরিণ ও পাখি শিকার করা তাঁর নেশা ছিল।

 পারিবারিক জীবনঃ বনানী চেয়ারম্যান বাড়ির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিন চিশতি সাহেবের ২য় কন্যা আলহাজ্ব ফজিলাতুন নেছা এর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে পারিবারিক জীবন শুরু করেন। সুখময় পারিবারিক জীবনের মধ্য দিয়ে তিনি, তিন পুত্র ও দুই কন্যা সন্তানের জনক হন। সকল সন্তানকেই তিনি দেশে, বিদেশে লেখা পড়ার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করে তোলেন। তিন পুত্র ও দুই কন্যা যথাক্রমে:
১। আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন মোল্লা
২। ব্যারিস্টার আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন মোল্লা
৩। প্রকৌশলী আলহাজ্ব মোঃ আলমাছ উদ্দিন মোল্লা
৪। মোছাম্মৎ রাজিয়া বেগম, বিবাহিত
৫। মোছাম্মৎ আছিয়া বেগম, বিবাহিত সমাজ উন্নয়নে
ভূমিকা: আলহাজ্ব সুলতান আহাম্মদ মোল্লা একজন সামাজিক ব্যক্তি। ছিলেন। সমাজের মানুষের সাথে তাঁর গভীর সম্পর্ক ছিল। তিনি মানুষের সুখ দুখের সাথে থাকতেন। সামাজিক বিচার-আচার ও সমস্যা নিরসনে ভূমিকা পালন করতেন। অসহায় মানুষের পরম হিতৈষী ছিলেন। দরিদ্র মানুষের আর্থিক সহায়তা, দান-সদকাহ ইত্যাদি প্রদান করতেন। তিনি জনপ্রতিনিধিত্ব করার জন্য মিরপুর পৌরসভা নির্বাচন করেছিলেন। শিক্ষা ক্ষেত্রে অবদানঃ শিক্ষা ক্ষেত্রে আলহাজ্ব সুলতান আহাম্মদ মোল্লা সাহেব উল্লেখ যোগ্য অবদান রেখেছেন। তিনি
(১) পল্লবী সরকারী প্রাইমারী স্কুলের প্রতিষ্ঠাতা
(২) সুলতান মোল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বিদ্যালয়টি যখন ঝড়ে বিধ্বস্ত হয়ে নিশ্চিহ্ন হতে যাচ্ছিল তখন এলাকাবাসীর আহ্বানে তিনি এ জ্ঞান প্রদীপকে প্রজ্জ্বলিত করতে এগিয়ে এসেছিলেন। তাঁরই অর্থে বিদ্যালয়ের ভবন বাউন্ডারী দেয়াল ও বিদ্যালয়ের অধিকাংশ আসবাবপত্র তৈরী করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি বালু কণা তাঁর সাক্ষ্য বহন করছে। এ ছাড়া বিভিন্ন মাদ্রাসা, মক্তব ও মসজিদ প্রতিষ্ঠা এবং পরিচালনায় বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
ধর্মীয় চিন্তা চেতনা : তিনি মনে প্রাণে একজন আদর্শ মুসলমান হিসেবে জীবন পরিচালনার জন্য ইসলাম ধর্মের বিধি বিধান মেনে চলতেন। ইসলামী বিধান মোতাবেক সম্পদের যাকাত প্রদান সহ দান খয়রাত করতেন। জীবনে ০৫ বার পবিত্র হজ্ব পালন করেন। তিনি একাই নন পর্যায়ক্রমে তাঁর সাথে সন্তান সন্ততি ও পরিবারের প্রায় সকলে পবিত্র হজ্ব পালন করার সৌভাগ্য লাভ করেন।
ইন্তেকাল : গভ ২৫ মার্চ ২০০৩ খ্রি: ৭০+ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মিরপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

Eng. Mohammad Almas Uddin Mollah

Chairman (SMC)

A.B.M Taha

Headmaster & Member Secretory

Most Nasima Akter

Assistant Headmaster

Teachers

এ.বি.এম তাহা

প্রধান শিক্ষক

এম এম (১ম শ্রেণি) এম. এ. বি.এড (১ম শ্রেণি)

 

মোসাঃ নাছিমা আক্তার

সহকারী প্রধান শিক্ষক

বি.এ, বি.এড

মোঃ কুব্বাদ হুসাইন

সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা)

বি.এ (সম্মান), এম.এ, বি.এড

এস.এম আতিয়া পারভীন শিলা

সহকারী শিক্ষক (গণিত)

বি.এসসি (সম্মান), এম, এসসি (গণিত), বি.এড

দিলরুবা সুলতানা

সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)

বি.কম (সম্মান), এম.বি.এস (ব্যবস্থাপনা), বি.এড

মোঃ আঃ রাজ্জাক মৃধা

সহকারী শিক্ষক (জীব বিজ্ঞান)

বি.এসসি (সম্মান) এম.এসসি (প্রাণী বিদ্যা) বি.এড

স্বপন চন্দ্র দাস

সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)

বি.এস.এস, লাইব্রেরি সাইন্স

 

মোহাম্মদ কামাল হোসেন

সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)

বি.বি.এস (পাস), বি.পি.এড, এম.পি.এড

তাসনিম-এ-জান্নাত

সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা)

বি.এসসি (সম্মান), ), এম, এসসি (ফিশারিজ

রওশন আরা আক্তার

সহকারী শিক্ষক (বাংলা)

বি.এ (সম্মান), এম.এ (বাংলা), বি.এড

মৌসুমী আফরোজ

সহকারী শিক্ষক (গার্হস্থ্য অর্থনীতি)

বি.এসসি (সম্মান) এম.এসসি (খাদ্য ও পুষ্টি)

মোঃ ইশতিয়াক আহম্মেদ

সহকারী শিক্ষক (ইংরেজি)

বি.এ (সম্মান), এম.এ (ইংরেজি)

তান্নি আক্তার খানম

সহকারী শিক্ষক (প্রাথমিক)

বি.এস.এস (সম্মান), এম, এস.এস (রাষ্ট্রবিজ্ঞান)

জান্নাতুন নেছা

সহকারী শিক্ষক (প্রাথমিক)

বি.এ (পাস)

সালমা আক্তার

সহকারী শিক্ষক (প্রাথমিক)

বি.বি.এস (পাস)

শিরিন আক্তার

সহকারী শিক্ষক (প্রাথমিক)

বি.এস.এস (পাস)

Office Staffs

আউয়াল আহমেদ নিপু

অফিস সহকারী

এম.কম

ময়না বেগম

আয়া

মোঃ অনিক হোসেন 

নিরাপত্তা কর্মী

মোঃ দেলোয়ার হোসেন

পরিচ্ছন্নতা কর্মী

Scroll to Top